সিঙ্গাপুরে দুর্নীতির অভিযোগে পরিবহণমন্ত্রী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিঙ্গাপুরের পরিবহণমন্ত্রী এস ইশ্বরান। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া ফাইল ছবি

সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে পরিবহণমন্ত্রী এস ইশ্বরানকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ক্ষেত্রে এই পর্যায়ে গ্রেপ্তারের ঘটনা বিরল। তদন্তে একজন ধনকুবের ও হোটেল টাইকুন ওং বেং সেংয়ের নাম উঠে আসায় তাঁকেও গ্রেপ্তার করা হয়। সিঙ্গাপুরের দুর্নীতি দমন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।  

এই প্রথমবারের মতো এমন গ্রেপ্তারের খবর নিশ্চিত করে শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) বিবৃতিতে বলা হয়, পরিবহণমন্ত্রী এস ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।

ব্যুরো জানায়, তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেংকে একইদিন গ্রেপ্তার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান।

ব্যুরো তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেওয়া হয়।