বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন পুতিন

Looks like you've blocked notifications!
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো (বামে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এএফপির ফাইল ছবি 

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লুকাশেঙ্কো বর্তমানে রাশিয়া সফর করছেন। তিনি শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় রাশিয়া সফরে আসেন।

ক্রেমলিনের প্রেস সার্ভিস জানায়, বৈঠকে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের আরও উন্নয়ন নিয়ে কথা বলবেন উভয় নেতা।

মিনস্কের কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট (লুকাশেঙ্কো) দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

পুতিন বরাবরই রাশিয়া ও বেলারুশের বিশেষ সম্পর্কের বিষয়টি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, মিনস্ক মস্কোর কৌশলগত অংশীদার ও নিকটতম মিত্র।

উভয় নেতার মধ্যে বিভিন্ন ইস্যুতে নিয়মিত যোগাযোগ হয়। চলতি বছরে এটি তাদের ষষ্ঠ বৈঠক। আগের পাঁচটি বৈঠকও রাশিয়াতেই অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রয়োজন হলেই তারা টেলিফোনে কথা বলেন।