ডেনিশ কূটনীতিককে তলব করেছে সৌদি সরকার

Looks like you've blocked notifications!

কোপেনহেগেনের চরম ডানপন্থী গ্রুপের সদস্যদের পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদ জানাতে সৌদি সরকার ডেনিশ কূটনীতিককে ডেকে পাঠিয়েছে। আজ শুক্রবার (২৮ জুলাই) সকালে রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপির।

সৌদি প্রেস এজেন্সির বরাতে এএফপি জানায়, বৃহস্পতিবার ডেনিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই লজ্জাজনক কাজ বন্ধ করার আহ্বান জানিয়ে তাকে একটি প্রতিবাদপত্র প্রদান করে। 

একেবারে কট্টরপন্থী এই গ্রুপ সোমবার একটি ভিডিও ফুটেজ পোস্ট করে। এতে এক ব্যক্তিকে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল-কোরআনকে পুড়িয়ে দিতে দেখা যায়।