মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘হোতা’ যুক্তরাষ্ট্র : হিজবুল্লাহ নেতা

Looks like you've blocked notifications!
হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসরুল্লাহ। এএফপির ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘মূল’ কারণ যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন লেবাননের হিজবুল্লাহ গ্রুপের নেতা সাঈদ হাসান নাসরাল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) এ কথা বলেন তিনি। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা সিনহুয়া।

ইসরায়েলের ইংরেজি সংবাদপত্র ‘দ্যা জেরুজালেম পোস্ট’ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের একজন মুসলিম ধর্মীয় নেতার স্মরণসভা অনুষ্ঠানে নাসরাল্লাহ বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রধান সমস্যা হচ্ছে সবকিছুতে আমেরিকার জঘন্য ও নগ্ন হস্তক্ষেপ।’

নাসরাল্লাহর উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ‘আমরা আমেরিকার বশ্যতার ভিত্তিতে একটি সংস্কৃতি ও নীতির মুখোমুখী হচ্ছি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ব্যাপারে দেওয়া তাদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’

২০১৪ সাল থেকে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থার অবসানে যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করে সাঈদ হাসান নাসরাল্লাহ বলেন, ‘আমেরিকার কারণেই দ্বি-রাষ্ট্র সমাধান প্রচেষ্টা ম্লান হয়ে যাচ্ছে।’

হিজবুল্লাহ নেতা আরও বলেন, ‘মন্ত্রীদের সম্পর্কে অভিযোগকারী লেবাননের নাগরিকদের নিজেদের অবস্থান থেকে সরে এসে অত্যাচারি আমেরিকার ওপর তাদের ক্ষোভ ঢেলে দেওয়া উচিত।’

মিসরের গ্যাস ও জর্ডানের বিদ্যুৎ খাতের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে লেবাননে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। নাসরাল্লাহ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে আসছেন। গত মার্চে তিনি লেবাননের দুর্নীতির অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।