আকাশ পথ বন্ধ করেছে নাইজার, সীমা লঙ্ঘনে হুঁশিয়ারি

Looks like you've blocked notifications!
নাইজার পরিস্থিতি নিয়ে আবুজায় বৃহস্পতিবার বৈঠকের পর ইকোয়াসের নেতাদের সঙ্গে কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ (বামে), নাইজেরিয়ার সেনাপ্রধান জেনারেল ক্রিস্টোফার মুসা (মাঝে) ও ঘানার সেনাপ্রধান ভাইস অ্যাডমিরাল শেঠ আমোয়ামা (ডানে) । ছবি : এএফপি

নাইজারের সামরিক জান্তা দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (৬ আগস্ট) তারা সতর্ক করে দিয়ে বলেছে, ‘আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার তাৎক্ষণিক দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ খবর এএফপির।

দেশটির নতুন শাসকদের এক বিবৃতিতে বলা হয়, ‘হস্তক্ষেপের হুমকি মোকাবিলায় নাইজারের আকাশসীমা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিমানের ক্ষেত্রে এটি বহাল থাকবে। আর এ হস্তক্ষেপের হুমকি প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মধ্যদিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।’

খবরে বলা হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিম আফ্রিকার ব্লক ইকোওয়াসের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা এলো।

ইকোওয়াস গত রোববার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবিলার আল্টিমেটাম বেঁধে দেয়। বাজুমকে গত ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করা হয়। প্রেসিডেন্টের কার্যালয়ে তাঁর নিজস্ব গার্ড সদস্যদের হাতে আটক হওয়ার মধ্যদিয়ে তিনি ক্ষমতা হারান।