যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ঝড়ে দুজন নিহত, বিদ্যুৎবিহীন হাজারো মানুষ

Looks like you've blocked notifications!
নিউইয়র্কে ঝড়-বৃষ্টি। এএফপির ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকায় প্রচণ্ড ঝড়ে দুজনের প্রাণহানি হয়েছে। এছাড়া কয়েক হাজার লোক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সোমবার (৭ আগস্ট) অ্যালাবামা থেকে নিউইয়র্ক অঞ্চলের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

জানা গেছে, ঝড়ের কারণে দেশটির কয়েক হাজার ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে। অ্যালবামা থেকে নিউইয়র্ক পর্যন্ত পুরো সমুদ্র তীর ধরে লাখ লাখ মানুষ ভয়াবহ আবহাওয়া সতর্কাবস্থায় রয়েছে।

এর আগে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) বিপজ্জনক ঝড়ের ‘মাঝারি ঝুঁকির’ পূর্বাভাস দিয়েছিল। সংস্থাটি জানিয়েছিল, ঝড়টি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

স্থানীয় এবিসি স্টেশনের খবরে বলা হয়, অ্যালাবামায় বজ্রাঘাতে ২৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

এছাড়া স্থানীয় সম্প্রচারমাধ্যম সিবিসির খবরে বলা হয়, দক্ষিণ ক্যারোলাইনায় ভেঙে পড়া গাছের আঘাতে ১৫ বছর বয়সী আরও একজন মারা গেছেন। এদিকে ঝড়ের কারণে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাত লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত ছিল।

ওয়েবসাইট ফ্লাইটএওয়্যার থেকে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ এক হাজার ৭০০ টির বেশি ফ্লাইট বাতিল এবং আট হাজারেরও বেশি ফ্লাইটের বিলম্ব হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়েই চরম আবহাওয়া পরিস্থিতির তীব্রতা এবং মাত্রা বাড়িয়ে দিয়েছে।