ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও হামাস প্রধানের বৈঠক

Looks like you've blocked notifications!
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (ডানে) ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ। এএফপির ফাইল ছবি

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ অভ্যন্তরীণ বিভক্তির অবসান ও পুনর্মিলন নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) টেলিফোনে তাদের মধ্যে এ আলোচনা হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে।

টেলিফোন কথোপকথনে আব্বাস ও হানিয়াহ জুলাইয়ের শেষের দিকে মিসরে অনুষ্ঠিত এক বৈঠকের ফলাফলের ফলোআপ নিয়ে আলোচনা করেছেন। ওই বৈঠকে ফিলিস্তিনি উপদলের নেতারা বিভাজনের অবসানে কাজ করতে এবং জাতীয় ঐক্য গঠনের জন্য একটি কমিটি গঠন করতে সম্মত হন।

এক বিবৃতিতে হামাস বলেছে, আব্বাস ও হানিয়াহ কমিটি গঠন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘ওই কমিটি সব ফাইল নিয়ে আলোচনা করবে, যাতে পরবর্তী বৈঠকের আগে তাদের আলোচনার ফলাফল উপস্থাপন করতে পারে।’

দুই নেতা ফিলিস্তিনি জনগণকে কাছাকাছি আনতে এবং অভ্যন্তরীণ ঐক্য গঠনের জন্য বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন জাতীয় অবস্থানকে শক্তিশালী করতে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।