মক্কায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দুই বাংলাদেশির সাফল্য

Looks like you've blocked notifications!
মক্কায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমদ ও হাফেজ মো. মুশফিকুর রহমান। ছবি : এনটিভি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ কোরআন প্রতিযোগিতায় দুই বাংলাদেশি হাফেজ নিজ নিজ গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন।

স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে মক্কার মসজিদুল হারামের সম্প্রসারিত অংশে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদ বিজয়ীদের হাতে তুলে দেন মক্কার গভর্নর শায়খ বান্দার বিন সুলতান বিন আব্দুল আজিজ ও সৌদি আরবের ধর্মমন্ত্রী শায়খ ড. আব্দুল লতিফ।

প্রতিযোগিতায় তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ লাখ টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

আরও পড়ুন : আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরিম

প্রতিযোগিতায় তাজবিদসহ ১৫ পারা হিফজ গ্রুপে অংশ নেওয়া অপর প্রতিযোগী হাফেজ মো. মুশফিকুর রহমান চতুর্থ স্থান লাভ করেছেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল (৩৪ লাখ ৬০ হাজার টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

এ বছর হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজ অংশ নিয়েছেন।