বাইডেনের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ আগামী সপ্তাহে

Looks like you've blocked notifications!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (বামে) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এএফপির ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। মার্কিন প্রশাসনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে। খবর তাসের।

বার্তা সংস্থাটি জানায়, জেলেনস্কি আগামী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে মার্কিন সূত্র জানায়, জেলেনস্কি জাতিসংঘর সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং মার্কিন কংগ্রেসে যাবেন।

জেলেনস্কির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা হিসেবে প্রায় দুই হাজার ১০০ কোটি ডলার প্রদানের জন্য কংগ্রেসে আলোচনা চলছে।

এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এনবিসি জানায়, জেলেনস্কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন। তবে, এই সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হবে কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি ওই কর্মকর্তা।

আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলেনস্কির জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশেনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। পরের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবে। তবে, এ বৈঠকে অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।