‘কিম জং উনের  রাশিয়া সফর বিশ্বের রাজনৈতিক পরিবেশকে বদলে দিয়েছে’

Looks like you've blocked notifications!
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমুর অঞ্চলের ভোস্টোচনি কসমোড্রোমে গিয়ে অভ্যর্থনা জানান। ১৩ সেপ্টেম্বর তোলা ছবি পরদিন প্রকাশ করে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। সেটি প্রকাশ করেছে এএফপি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় সফর শেষে পিয়ংইয়ংয়ে ফিরেছেন। গত বুধবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছালে কিমকে জাকজমকপূর্ণ স্বাগত জানানো হয়। কিমের এই সফর বিশ্বের রাজনৈতিক পরিবেশকে বদলে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় প্রধান (ডব্লিউপিকে) কিম সং ন্যাম রাজনৈতিক ব্যুরোর বৈঠকে এ কথা বলেন। খবর এএফপির। 

ডব্লিউপিকের মূল্যায়ন অনুযায়ী, দেশটির নেতা কিম জং উনের রাশিয়ায় সফল সফর দুই দেশের সম্পর্ককে ‘কৌশলগতভাবে নতুন উচ্চতায়’ নিয়ে গেছে। আরও বলা হচ্ছে, এই সফর ‘নতুন সময়ের দাবি পূরণ করেছে এবং বিশ্বের রাজনৈতিক পরিবেশে মৌলিক পরিবর্তন এনেছে।’ 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বেতার কেন্দ্র ভয়েস অব কোরিয়া জানায়, ‘তিনি (কিম সং ন্যাম) উল্লেখ করেছেন যে, এ সফর কোরিয়ান-রাশিয়ান সম্পর্ককে বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী কৌশলগত নতুন উচ্চতায় নিয়ে এসেছে এবং বৈশ্বিক রাজনৈতিক পরিবেশকে মৌলিকভাবে পরিবর্তন করেছে।’

বেতার কেন্দ্র আরও জানায়, ‘প্রতিবেদনে উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফরের গুরুত্ব বিশ্লেষণ করা হয়েছে এবং দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়েছে।’ এতে বলা হয়, উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফর কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে।

দেশটির নেতা ১২ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়া সফর করেন। এ সফরের সময় তিনি ভোস্তোচনি স্পেসপোর্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেন এবং দেশটির দূরপ্রাচ্যের বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।