ম্যাকার্থিকে সরাতে মার্কিন কংগ্রসে প্রস্তাব

Looks like you've blocked notifications!
মার্কিন হাউসের স্পিকার কেভিন ম্যাকার্থি। এএফপির ফাইল ছবি 

মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থিকে সরাতে প্রস্তাব এনেছেন তারই দল রিপাবলিকানের পার্লামেন্ট সদস্য ম্যাট গেইটজ। তিনি রিপাবলিকান পার্টির কট্টরপন্থি সদস্য।

ম্যাট গেইটজের অভিয়োগ, ম্যাকার্থি নিজের দলের স্বার্থ দেখছেন না, বরং তিনি ডেমোক্র্যাটদের কর্মসূচিকে সমর্থন করছেন। তিনি সরকারকে বাঁচাতে ‘বাজেট-ডিল’ করেছেন।

ম্যাট গেইটজ হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং দীর্ঘদিন ধরে তিনি ম্যাকার্থির কট্টর বিরোধী। তিনি অভিযোগ করেন, ম্যাকার্থি ডেমোক্র্যাটদের চাপের কাছে নতি স্বীকার করেছেন।

গেইটজ আগেও ম্যাকার্থির বিরুদ্ধে প্রস্তাব আনার হুমকি দিয়েছিলেন। সপ্তাহান্তে ম্যাকার্থি ও ডেমোক্র্যাটদের মধ্যে ‘বাজেট ডিল’ হওয়ার পর তিনি এবার অনাস্থা প্রস্তাব আনলেন।

রিপাবলিকান দলের রক্ষণশীল সদস্যরা এই বাজেট ডিলের বিরোধী। তারা ইউক্রেনকে আর অর্থ সাহায্য করার বিরোধী। তারা মনে করেন, বাজেট বাড়ানো উচিত নয়, বরং খরচ কমানো উচিত।

গেইটজ বলেন, তিনি জানেন—এই প্রস্তাব অনুমোদিত হবে না। এই রিপাবলিকান সদস্য বলেন, ‘ডেমোক্র্যাটরা চাইলে ম্যাকার্থিকে তাদের দলে নিয়ে নিতে পারে। আমার এটাতেই স্বস্তি, আমি এটা স্পষ্ট করে দিয়েছি। ম্যাকার্থির বোঝা বইতে আমরা আর রাজি নই।’

ম্যাট গেইটজের এই প্রস্তাব যদি পাস হয়, তাহলে ম্যাকার্থিই হবেন  যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম স্পিকার, যিনি পদ থেকে অপসারিত হবেন। আগামী দুই দিনের মধ্যে এ প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে। এখনও এটা স্পষ্ট নয়, এই প্রস্তাব খারিজের জন্য ম্যাকার্থির ডেমোক্র্যাটদের সাহায্য দরকার হবে কি না।

ম্যাট গেইটজের এমন প্রস্তাবে রিপাবলিকান পার্টির পার্লামেন্ট সদস্যরাও কিঞ্চিত অস্বস্তিকর অবস্থায় পড়েছেন। তবে, এই ভোটাভুটি থেকে একটা বিষয়ও স্পষ্ট হতে পারে, দলের এমপিদের মধ্যে কতজন ট্রাম্পের পক্ষে রয়েছেন।