সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন ঠেকাতে ইইউর শক্ত পদক্ষেপ

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি, পিক্সাবে থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের টার্গেট করে দেওয়া রাজনৈতিক বিজ্ঞাপন ঠেকাতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)৷

ব্যক্তিগত তথ্য ব্যবহার করে নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রোফাইলে বিজ্ঞাপন দিয়ে ভোট চাওয়ার কৌশলকে বলে মাইক্রোটার্গেটিং৷ খুব সূক্ষ্মভাবে ব্যবহারকারীর তথ্য যাচাই-বাছাই করা হয়৷ তারপর ওই তথ্যের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন সাজিয়ে নির্দিষ্ট ভোটারদের কাছে তা পৌঁছে দেওয়া হয়৷ ২০০৮ সালের নির্বাচনের আগে বারাক ওবামার রাজনৈতিক দল এ কৌশল নিয়েছিল৷

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এমন প্রচারণা চালিয়েছিল ব্রিটিশ রাজনৈতিক কনসালটেন্সি ফার্ম ক্যামব্রিজ অ্যানালিটিকা৷ পরে জানা যায়, কোম্পানিটি লাখ লাখ মানুষের তথ্য হাতিয়ে নিয়েছিল৷

ঠিক এখানেই আপত্তি করছে ইউরোপিয়ান ইউনিয়ন৷ সোমবার এ বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়৷ কাউন্সিল অব ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে করা এই চুক্তিতে বলা হয়,  ইউনিয়নের নির্দিষ্ট শর্ত মানলেই কেবল এ ধরনের বিজ্ঞাপনের অনুমতি মিলবে৷ জোটের বিভিন্ন দেশের মন্ত্রী এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন৷

গোপন প্রভাব ঠেকানো

সদ্য সাক্ষরিত চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে তথ্য বিষয়ক নতুন একটি আইন প্রণয়ন সহজ হচ্ছে৷ আইনে বলা হচ্ছে, কোনো ব্যক্তির তথ্য তখনই সংগ্রহ করা যাবে, যদি সেই ব্যক্তি তার তথ্য রাজনৈতিক কাজে ব্যবহারে পূর্ণ সম্মতি প্রদান করেন। এ ছাড়া যেসব তথ্য ব্যক্তির জাতিগত পরিচয়, রাজনৈতিক মতাদর্শ ও লিঙ্গভিত্তিক পরিচয় প্রকাশ করে সেসব তথ্য সংগ্রহ করা যাবে না৷  এই আইনটি আনুষ্ঠানিকভাবে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে৷

জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক মার্টিন এমার বলেন, ‘নতুন আইনটি যে ব্যবহারকারীকে টার্গেট করা পুরোপুরি বন্ধ করে ফেলবে, বিষয়টি সেরকম নয়৷ এই আইনটি মূলত লুকানো প্রভাব ঠেকানোর জন্য করা হচ্ছে৷ বিষয়টি অনেকটা এমন—কোনো রাজনৈতিক দল, যারা নিজেদের আদর্শ বা মতবাদ প্রকাশ না করে ব্যবহারকারীর তথ্য কাজে লাগিয়ে নিজেদের পক্ষে ভোটের প্রচার চালায়, তাদের প্রভাব ঠেকানো৷’

আইনটিতে বলা হয়েছে, রাজনৈতিক বিজ্ঞাপনগুলো এমন হতে হবে যেন এগুলোকে পরিষ্কারভাবে চিহ্নিত করা যায় এবং ব্যবহারকারী যেন এই বিজ্ঞাপনের পেছনে কারা রয়েছে, তা বুঝতে পারেন৷