গাজায় ফের মানবিক সহায়তা সরবরাহ করবে রাশিয়া

Looks like you've blocked notifications!
গাজায় ইসরায়েলি হামলার ফাইল ছবি এএফপির

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি রাশিয়ার। এমন মুহূর্তে গাজা উপত্যকায় মানবিক সহায়তার কথা জানাল দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়। এর আগেও তারা সেখানে মানবিক সহায়তা পাঠিয়েছিল। খবর তাসের।

রুশ মন্ত্রণালয়ের প্রেস দপ্তর জানিয়েছে, গাজায় ২৭ টন মানবিক সহায়তার আরেকটি চালান সরবরাহ করবে।  

প্রেস দপ্তর আরও জানিয়েছে, ‘মন্ত্রণালয়ের একটি বিমান মাখাচকালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এল আরিশ বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এ কার্গো বিমানে জেনারেটর, জামাকাপড়, ব্যান্ডেজ সামগ্রী, খাবার ও শিশুসামগ্রী রয়েছে। এর মোট ওজন প্রায় ২৭ টন।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের নির্দেশে এসব সামগ্রী পাঠানো হচ্ছে।