ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার নিন্দা জানাল নেতানিয়াহু

Looks like you've blocked notifications!
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি এএফপির

জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যা মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। এতে নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েল হামাসের চালানো ‘গণহত্যার’ বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। 

এএফপির বরাতে বাসস বলছে,  বৃহস্পতিবার এই মামলা করে দক্ষিণ আফ্রিকা। মামলায় দেশটি জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তোলে। আন্তর্জাতিক বিচার আদালতে দেশটি জরুরি আবেদন করলে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলকে এমন এক সময় গণহত্যার জন্য দোষারোপ করা হচ্ছে যখন রাষ্ট্রটি হামাসের চালানো গণহত্যার  বিরুদ্ধে লড়াই করছে।’ তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী সংগঠন ইসরায়েলে হামলা চালিয়ে ব্যাপক হত্যাকাণ্ড চালানোর পর তারা ইহুদি জনগণের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ করেছে এবং এখন কেউ গণহত্যার নামে তাদেরকে রক্ষা করতে এসেছে? কী নির্লজ অভিব্যক্তি! পৃথিবী উল্টে গেছে।’