ইরাকে মোসাদ দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

Looks like you've blocked notifications!
ইরানি দূরপাল্লার গদর ক্ষেপণাস্ত্র। এএফপির ফাইল ছবি

ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলের ‘গোয়েন্দা দপ্তরে’ আক্রমণ চালিয়েছে। ইরানের সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

ইরানের এই আক্রমণের পরেই মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর এ সংঘাত শুরু হয়।

রেভল্যুশনারি গার্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরাকের কুর্দিস্তানে মোসাদের গোয়েন্দা দপ্তর ছিল। সেটা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এই দাবি এখনও যাচাই করতে পারেনি। ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত মাসে সিরিয়ায় রেভল্যুশনারি গার্ডের তিন সদস্যের মৃত্যু হয়েছিল। ইরান জানিয়েছিল, তারা এর বদলা নেবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই আক্রমণের নিন্দা করেছে। তারা জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরাকের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পক্ষে। তবে হামলায় কোনো মার্কিন নাগরিক মারা যাননি।