বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে পদক্ষেপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

Looks like you've blocked notifications!

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। সোমবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন। 

বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গভীর করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং আরও পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।’

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গভীর করতে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কী পদক্ষেপের কথা ভাবছে, তা এক সাংবাদিক জানতে চাইলে মার্কিন কর্মকর্তা বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। এ সময় তিনি বিশেষভাবে জলবায়ু সমস্যা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করেন। কারণ, এসব ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

বেদান্ত প্যাটেল আরও বলেন, ‘অবশ্যই, আমাদের বেসরকারি অংশগুলোর সঙ্গেও জড়িত হওয়ার সুযোগ রয়েছে। যা এই সম্পর্ককে গভীর করার জন্যও মুখ্য ও গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি।’