মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

Looks like you've blocked notifications!
জাতিসংঘের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকের আয়োজন করেছে। আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় বৈঠকে বসবেন এই পরিষদের সদস্যরা।

কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়েছে। একইসঙ্গে বলেছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার অনুরোধে বৈঠকটির আয়োজন করা হয়েছে।

সম্প্রতি সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত ও ৪১ জন আহত হয়েছে। ওই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট ৮৫টির বেশি লক্ষ্যে একযোগে বিমান হামলা চালায়।