ইউরোপজুড়ে মাদক পাচারবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৯

Looks like you've blocked notifications!
২০২৩ সালের ডিসেম্বরে স্পেনে পুলিশ ১১ টন কোকেন উদ্ধার করে। এএফপির ফাইল ছবি

ইউরোপে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাদক-পাচারকারীরা কাজ চালাত মূলত আলবেনিয়া ও ইতালি থেকে। তবে অভিযুক্তদের বিভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়।

ইউরোপের বিচারবিভাগীয় এজেন্সি ইউরোজাস্ট জানায়, আসামিরা হেরোইন, কোকেন, হাশিস, মারিজুয়ানা পাচার করত। গাড়ির গোপন জায়গায় করে এই মাদক পাচার করত তারা। অভিযুক্তদের আলবেনিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এই মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলে। এ ছাড়া ইতালিতে আরও ১০ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই মাদকপাচারকারীদের বিরুদ্ধে ফ্লোরেন্সে ইউরোজাস্ট ও ইউরোপোলের অফিস তদন্ত শুরু করে। তাদের সাহায্য করে পুলিশ কর্মীরা। গোটা ইউরোপজুড়ে তারা মাদকপাচারকারীদের নেটওয়ার্ক খুঁজে বের করে তা ভাঙতে তৎপর হয়।

২০২৩ সালের ডিসেম্বরে স্পেনে ১১ টন কোকেন উদ্ধার করা হয়। সেই সময় তল্লাশি চালিয়ে ২০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। স্পেনের পুলিশ সেই সময় জানিয়েছিল, মূলত আলবেনিয়ার পাচারকারীরা ওই কোকেন পাচারের সঙ্গে যুক্ত ছিল। তারাই ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় মাদক পাচারের কাজটা করে।