মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এএফপির ফাইল ছবি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সাবেক এই প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, সংক্রমণে আক্রান্ত মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঠিক কী সংক্রমণে আক্রান্ত মাহাথির, এ বিষয়ে কিছু জানাননি তার মুখপাত্র।

এদিকে হাসপাতালে থাকার কারণে মাহাথির আদালতে বর্তমান ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি সংশ্লিষ্ট মামলার কার্যক্রমে অংশ নিতে পারছেন না। বিচারক মামলার পরবর্তী কার্যক্রম ১৯ জুলাই নির্ধারণ করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে হৃদরোগের কারণে মাহাথির মোহাম্মদকে (৯৮) একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তার শরীরে বাইপাস সার্জারিও করা হয়।

১৯৮১ সালের ১৬ জুলাই থেকে ২০০৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ২০১৮ সালে তিনি আবারও দেশটির প্রধানমন্ত্রী হন। তবে অন্তর্দ্বন্দ্বের জেরে দুই বছরের কম সময় দায়িত্ব পালন করেন তিনি।