রাশিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

ড্রোন ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবি মস্কো-কিয়েভের

Looks like you've blocked notifications!
বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

ইউক্রেনের সঙ্গে যুদ্ধাবস্থায় রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগেই রাতভর শত্রু ড্রোন এবং রকেট ভূপাতিত করেছে দুদেশ। খবর এএফপির।

ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, আজ শুক্রবার (১৫ মার্চ) রাশিয়ার ১১টি টাইম জোন জুড়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। তার একদিন আগে পুতিন স্বীকার করেন, তার দেশ একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। এই নির্বাচনের মধ্যদিয়ে ভ্লাদিমির পুতিন আরও ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভোটগ্রহণের আগে চলতি সপ্তাহে কিয়েভ রাশিয়ায় জোরাল বিমান হামলা শুরু করেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে তাদের দেশের ভূখণ্ডের আকাশসীমা থেকে ইরানি ধাচের ২৭টি ড্রোন পাঠায় এবং আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ‘২৭টি শাহেদ ড্রোনের ২৭টিই ধ্বংস করা হয়েছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণলয় জানায়, তারা মস্কোর দক্ষিণ-পশ্চিমের বেগোরোদ সীমান্ত এবং কালুগা অঞ্চলে ইউক্রেনের পাঁচটি ড্রোন এবং দুটি রকেট হামলা ঠেকিয়ে দিয়েছে।