গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের ১৫ বছরের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
ভিক্টর ম্যানুয়েল রোচা। ফাইল ছবি

কিউবার পক্ষে চার দশকেরও বেশি সময় ধরে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক এক মার্কিন রাষ্ট্রদূতকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। শুক্রবার (১২ এপ্রিল) এ রায় দেন আদালত। খবর এএফপির।

খবরে বলা হয়, ৭৩ বছর বয়সী সাবেক রাষ্ট্রদূত ভিক্টর ম্যানুয়েল রোচাকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে বিদেশি এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাজ করেছেন বলে জানান মার্কিন কর্মকর্তারা।

শুক্রবার মায়ামিতে সাড়ে তিন ঘণ্টা শুনানির পর বিচারক বেথ ব্লুম রোচাকে বলেন, তাকে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পেতে হবে। 

পরে তাঁকে ১৫ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়।

মার্কিন কর্তৃপক্ষের তথ্যমতে, কলম্বীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোচা ১৯৮১ সালে কিউবার জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্সের (ডিজিআই) গোপন এজেন্ট হিসেবে হাভানাকে সহায়তা দিতে শুরু করেন এবং তিনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তার গুপ্তচরবৃত্তির কার্যক্রম অব্যাহত ছিল।