জলবায়ু পরিবর্তনকে ‘প্রতারণা’ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় জলবায়ু পরিবর্তনকে একটি ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তিনি নবায়নযোগ্য শক্তিকে ‘তামাশা’ বলেও মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, মানুষের প্রভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে— এমন ধারণাটি ঠিক নয়।
জলবায়ু পরিবর্তন ও এর পেছনে জীবাশ্ম জ্বালানির ভূমিকার বিষয়ে বহু বৈজ্ঞানিক গবেষণা রয়েছে। ট্রাম্পের এই বক্তব্য সেসব গবেষণার সম্পূর্ণ বিপরীত। তিনি দূষণের জন্য অন্যান্য দেশগুলোকে দায়ী করেন, যদিও গবেষণা ও সমীক্ষা অনুযায়ী— বৈশ্বিক দূষণ বৃদ্ধিতে আমেরিকার ভূমিকা অনেক বেশি।
ট্রাম্প মুক্ত সীমান্ত অভিবাসন নীতিরও তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, ‘অভিবাসন ও উচ্চ মূল্যে পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি কেনার প্রবণতা মুক্ত পৃথিবী গঠনে বাধা দিচ্ছে। এই প্রবণতা পৃথিবীকে ধ্বংস করছে ও স্বাধীন দেশগুলো হারিয়ে যাচ্ছে।’
ট্রাম্প আরও বলেন, অভিবাসনের পথ বন্ধ করে পুরোনো পদ্ধতিতে জ্বালানি ব্যবহার করলেই একটি ‘মহৎ’ দেশ আবার গড়ে তোলা সম্ভব।
জাতিসংঘের সাধারণ সভায় নির্ধারিত ১৫ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টা ধরে বক্তব্য দেন ট্রাম্প। তার বক্তব্যে যুদ্ধ, জলবায়ু, অভিবাসনসহ বেশ কয়েকটি বিষয় উঠে আসে।

ডয়চে ভেলে