ঈদ নিয়ে গল্প সংকলন প্রকাশ করল ঐতিহ্য
ঈদ ধর্মীয় উৎসবের গণ্ডি ছাড়িয়ে এখন ধর্মবর্ণ-নির্বিশেষে সবার কাছেই এক আনন্দধারার নাম। আর আনন্দের ঈদকে কেন্দ্র করে লেখা আনন্দ-বেদনার একগুচ্ছ গল্প নিয়ে ‘ঈদের গল্প’ প্রকাশ করল স্বনামধন্য প্রকাশনা সংস্থা ঐতিহ্য।
মোহাম্মাদ মোসলেহ উদ্দিনের সংকলন ও সম্পাদনায় প্রকাশিত এই গল্প সংকলনে ইবরাহীম খাঁ, সাজেদুল করিম, মুর্তজা বশীর, সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াসের মতো কথাসাহিত্যিকদের ঈদকেন্দ্রিক ধ্রুপদি গল্পের পাশাপাশি সমকালীন গল্পকারদের ঈদ নিয়ে লেখা কয়েকটি নতুন গল্পও স্থান পেয়েছে। সংকলনটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শিল্পী ধ্রুব এষ।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত ‘ঈদের গল্প’ পাওয়া যাচ্ছে ঐতিহ্য-এর বাংলাবাজার ও কাঁটাবন শোরুম, বই বিপণন কেন্দ্র নির্বাচিত-এর ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা, যশোর ও কুমিল্লা শাখাসহ দেশব্যাপী নানা বই বিপণিতে এবং অনলাইন বুকশপে।