ঊর্মির ‘রোদেলা আকাশে এক চিলতে ছায়ামেঘ তুমি’
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হলো ঊর্মি চৌধুরীর প্রথম কবিতার বই ‘রোদেলা আকাশে এক চিলতে ছায়ামেঘ তুমি’। চট্টগ্রামের কথাকুঞ্জ প্রকাশন থেকে বইটি প্রকাশ হয়েছে। প্রচ্ছদ করেছেন রতন সাহা।
কবিতা ঊর্মি চৌধুরীর কাছে আবেগ-অনুভূতির উদ্বেগ-উচ্ছ্বাস। তাঁর প্রতিটি কবিতায় কবিমনের ভাব-কল্পনা, গুঞ্জরণ-ব্যঞ্জনা, অনুরাগ-অনুপ্রেরণা বহুমাত্রিক শিল্পসুষমায় রূপায়িত হয়েছে। বইটিতে প্রকাশ হয়েছে ষাটের অধিক কবিতা।
মুখবন্ধে নিজের বই সম্পর্কে বলতে গিয়ে ঊর্মি চৌধুরী লিখেছেন, ‘রূঢ় বাস্তবতার চাহনি, প্রতিরোধের তীব্রতা, স্বপ্নের হাতছানি, বেদনার নীল, ভালোলাগা-ভালোবাসার শুভ্রতা এসব একগুচ্ছ এলোমেলো আবেগকে সযতনে গুছিয়ে রাখি মনের পাণ্ডুলিপিতে।’
ঊর্মি চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদাপাড়ের পূর্ব ধলই গ্রামে। তিনি চট্টগ্রাম কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর করেছেন।
লেখালেখির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও ‘রোদেলা আকাশে এক চিলতে ছায়ামেঘ তুমি’ তাঁর প্রথম কবিতার বই। বইটির মুদ্রণ-মূল্য ২০০ টাকা। দেশের বিভিন্ন বইবিপণীসহ রকমারি ডটকমে বইটি পাওয়া যাচ্ছে।