ঐহিক সম্মাননা পেলেন কবি জুয়েল মাজহার

‘ঐহিক সম্মাননা’ পেলেন কবি জুয়েল মাজহারসহ বাংলাদেশ ও ভারতের সাত সাহিত্যিক ও এক ছোটকাগজ। সম্মাননা দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পসাহিত্যবিষয়ক পত্রিকা ‘ঐহিক’।
গত ৬ ফেব্রুয়ারি কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে চলমান কলকাতা আন্তর্জাতিক বইমেলার মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশিরা হলেন—কবি জুয়েল মাজহার ও কবি আশরাফ আহমদ। পশ্চিমবঙ্গের সম্মাননাপ্রাপ্তরা হলেন—কথাসাহিত্যিক অভিজিৎ সেন, সৈয়দ কওসর জামাল, কবি গৌতম চৌধুরী, অমর্ত্য মুখোপাধ্যায় ও রাহুল পুরকায়স্থ। ছোটকাগজ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে ‘কুবোপাখি’ পত্রিকাকে। ‘কুবোপাখি’র সম্পাদক অতনু ভট্টাচার্য এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-দূতালয় প্রধান শেখ জামাল ও প্রথম সচিব (গণমাধ্যম) ড. মো. মোফাকখারুল ইকবাল। ছিলেন ‘ঐহিক’ সম্পাদক ও কবি তমাল রায়।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে কবি জুয়েল মাজহার বলেন, ‘নিজেকে কবি বলার স্পর্ধা আমার নেই। কবিতার মতো দুর্বোধ্য কাজে যুক্ত হওয়ার কথা ছিল না আমার। চার দশক ধরে কবিতার নামে ছাইপাশ লিখছি, তা অন্য কারো কাছে মূল্যায়িত হয়েছে। তাঁদের ধন্যবাদ।’
বাংলাদেশে চলমান অমর একুশে গ্রন্থমেলায় কবিতাভবন থেকে প্রকাশিত হয়েছে কবি জুয়েল মাজহারের কাব্য ‘রাত্রি ও বাঘিনী’। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। দাম ১৩৪ টাকা।