কথাসাহিত্যিক সেলিম মোরশেদকে যশোর ইনস্টিটিউটের সংবর্ধনা

Looks like you've blocked notifications!
কথাসাহিত্যিক সেলিম মোরশেদের হাতে স্মারক তুলে দেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ডা. মো. আবুল কালাম আজাদ। ছবি : আয়োজক কমিটি

দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিম মোরশেদকে সংবর্ধনা দিয়েছে যশোর ইনস্টিটিউট। আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পাবলিক লাইব্রেরির অধ্যাপক শরীফ হোসেন মিলনায়তনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।  

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক এস নিয়াজ মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. মো. আবুল কালাম আজাদ। এতে বিশেষ ছিলেন চলচ্চিত্র নির্মাতা আবীর ফেরদৌস মুখর।

এসময় আরও বক্তব্য দেন লাইব্রেরির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, আলোচক মেহেদিউর রহমান টুটুল, প্রাবন্ধিক কবি মারুফুল আলম প্রমুখ।

কথাসাহিত্যিক সেলিম মোরশেদ ১৯৬২ সালের ২২ মার্চে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। আশির দশকে বাংলা সাহিত্যের ভাষার যে পরিবর্তন হয়েছিল, সেলিম মোরশেদ তাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তিনি সমকালীন বাস্তবতায় বাসকারী মানুষকে আমাদের মাঝে তুলে ধরেন।

সাপলুডু খেলা, কান্নাঘর, দাঁড়িয়ে অতৃপ্ত রোদ, অমায়িক খচ্চর, নীল চুলের মেয়েটি যেভাবে তার চোখ দুটি বাঁচিয়েছিলো—তাঁর গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য।