‘ঢাকার গণপাঠাগার, আলোয় ভরা ভুবন’ প্রকাশিত
রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সম্প্রতি হয়ে গেল ‘ঢাকার গণপাঠাগার, আলোয় ভরা ভুবন’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বইয়ের প্রকাশক শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রকাশক রবীন আহসান বলেন, ‘এটি ভিন্ন রকম একটি বই। এতে ঢাকার পাঠাগারচর্চার দেড়শ বছরের ইতিহাস উঠে এসেছে। করোনাকালে এ রকম বই প্রকাশের সিদ্ধান্ত নেওয়া অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু আনন্দের খবর হলো, দুই সপ্তাহের প্রি-অর্ডার চলাকালে ২০০ কপি বই বিক্রি হয়ে গেছে। এটা আমাদের উৎসাহ দিয়েছে।’
সভাপতির বক্তব্যে মো. শাহনেওয়াজ বলেন, “আমরা একদিন থাকব না। হয়তো আমাদের লাইব্রেরিও থাকবে না। কিন্তু ‘ঢাকার গণপাঠাগার আলোয় ভরা ভুবন’ বইটি হাজার বছর টিকে থাকবে। আর এ বইয়ের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকব। আমাদের পাঠাগারচর্চার ইতিহাস বেঁচে থাকবে।”