পাবনায় চরনিকেতন সাহিত্য উৎসব যেন কবি-সাহিত্যিকদের মিলন মেলা

Looks like you've blocked notifications!
পাবনায় চরনিকেতন সাহিত্য উৎসবের শোভাযাত্রা

পাবনার ঈশ্বরদীতে আজ শুক্রবার (৩ মার্চ) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী চরনিকেতন সাহিত্য উৎসব। এই উৎসব পরিণত হয়েছে কবি-সাহিত্যিকদের মিলন মেলায়। উপজেলার চরগড়গড়িতে আজ তারা অংশ নেন মঙ্গলসভায়। অনুষ্ঠিত হয় র‍্যালি। সারাদিন ধরে চলে কবিতা পাঠ ও সাহিত্যের নানা বিষয়ের ওপর আলোচনা।

অন্যান্য বছরের মতো এবছরও সাহিত্য উৎসবে ভারত ও বাংলাদেশের প্রায় দেড় শতাধিক কবি, ঔপন্যাসিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকাশক এবং সমাজকর্মী অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। এতে সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসলাম সানী, প্রাবন্ধিক ও কবি বেনজীন খান, কবি ও আবৃত্তিশিল্পী রুবিনা আজাদ প্রমুখ।

ভারত থেকে অংশগ্রহণ করেন কবি অধীরকৃষ্ণ মণ্ডল, কবি শ্যামল জানা, কবি সৈয়দ কওসর জামাল, দীপক লাহিড়ী, কবি চিত্রা লাহিড়ী, কবি নির্মল ব্রক্ষচারী, কবি মোস্তাক আহমেদ, কবি আবু রাইহান, কবি তাজিমুর রহমান ও কবি-কারুভাষ পত্রিকার সম্পাদক মানসী কীর্তনীয়া। অতিথিদের বরণ করেন ‘বৌটুবানী পাঠাগারের ছাত্র-শিক্ষকরা।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আবৃত্তি, কবিকণ্ঠে কবিতা পাঠ, বিষয় নির্ভর আলোচনায় মেতে ওঠেন সেখানে উপস্থিত কবি-সাহিত্যকরা।