বইমেলায় ড. সুলতান মাহমুদের ‘ষোলো বছরে শেখ হাসিনার সাফল্য’
অমর একুশে বইমেলা ২০২০-এ কলামিস্ট, লেখক এবং গবেষক ড. সুলতান মাহমুদ এর সম্পাদিত ‘ষোলো বছরে শেখ হাসিনার সাফল্য’ বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ করেছেন মাসুম রহমান। প্রচ্ছদে শেখ হাসিনার প্রতিকৃতি এঁকেছেন শিল্পী আহমেদ শামসুদ্দোহা। বইটিতে স্থান পেয়েছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসনিার অর্জন এবং অভূতপূর্ব সাফল্যেও উল্লেখযোগ্য অংশ। শেখ হাসিনা সরকারের ১৬ বছরের (১৯৯৬-২০০১, ২০০৯-২০১৯) সফলতার একটি সংক্ষিপ্ত চিত্র এই গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে।
মূলত দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অংশ এই গ্রন্থে স্থান পেয়েছে। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের ১০০ বছর পূর্তি হচ্ছে। এই বইটি থেকে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনা সরকারের ১৬ বছরের সাফল্যের চিত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন পাঠকগণ। প্রধানমন্ত্রী হিসেবে ১৬ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার যে প্রয়াস অব্যাহত রেখেছেন তারই একটি সারমর্ম হিসেবে বইটি সম্পাদিত হয়েছে। বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার প্যাভিলিয়ন ২১-এ।