বইমেলায় পলাশ মাহবুবের ‘লজিক লাবু’ ও ‘ইচ্ছেবুড়ি’ সিরিজ
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হলো পলাশ মাহবুবের ‘লজিক লাবু’ সিরিজের চার নম্বর উপন্যাস ‘গুপ্তবাবুর গুপ্তধন’ । সিরিজের অন্য বইগুলোর মতো ‘গুপ্তবাবুর গুপ্তধন’ও টানটান হাস্যরস আর মজাদার ঘটনার মিশেলে ভরপুর। ‘লজিক লাবু’ সিরিজের অন্য বইগুলো হচ্ছে- বাবুদের বাজিমাত, সিন্দুকের সন্ধানে ও লজিক লাবু। ‘লজিক লাবু’ সিরিজ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।
যারা আরেকটু ছোট অর্থাৎ ওয়ান থেকে সিক্স-সেভেনে পড়ে তাদের জন্য আছে পলাশ মাহবুবের আরেকটি সিরিজ ‘ইচ্ছেবুড়ি’ । এবারের মেলায় প্রকাশিত হয়েছে ইচ্ছেবুড়ি সিরিজের দ্বিতীয় বই ‘ইচ্ছেবুড়ির উপস্থিত বুদ্ধি’। এই সিরিজের প্রধান চরিত্র ‘ইচ্ছে’ নামের এক ছোট্ট মেয়ে। পাকা পাকা কথা আর দারুণ দারুণ সব বুদ্ধিমত্তার কারণে সবাই তাকে ‘ইচ্ছেবুড়ি’ নামে ডাকে। ইচ্ছেবুড়ি সিরিজের প্রকাশকও পাঞ্জেরী পাবলিকেশন্স।
এ ছাড়া কিশোরদের জন্য প্রকাশিত হয়েছে পলাশ মাহবুবের ‘চলতি পথে অ্যাডভেঞ্চার’ নামে একটি মজার গল্পের বই। আর দুর্দান্ত প্রচ্ছদ এবং ইলাস্ট্রেশনে ভরা ছড়ার বই ‘কুক্কুরু কু’।
এই বই দুটিও পাওয়া যাবে বইমেলায় পাঞ্জেরীর ১৯ নম্বর প্যাভিলিয়নে।