রৌদ্রছায়া পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন ৪ কবি-সাহিত্যিক

Looks like you've blocked notifications!
ফাহমিদা ইয়াসমিন (ওপরের বামে), জি এম জুলফিকার আব্দুল্লাহ, ইউনুস আহমেদ (নিচের বামে) ও কামরুল হাছান মাসুক। ছবি : সংগৃহীত

রৌদ্রছায়া পাণ্ডুলিপি পুরস্কার-২০২৩ পাচ্ছেন চার কবি-সাহিত্যিক। রৌদ্রছায়া প্রকাশের পক্ষ থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। 

এবার প্রবন্ধে ফাহমিদা ইয়াসমিন, কবিতায় জি এম জুলফিকার আব্দুল্লাহ, শিশুকিশোর সাহিত্যে ইউনুস আহমেদ ও উপন্যাসে কামরুল হাছান মাসুক রৌদ্রছায়া পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন। 

এ বিষয়ে রৌদ্রছায়া প্রকাশের সত্ত্বাধিকারী কথাসাহিত্যিক আহমেদ রউফ বলেন, ‘রৌদ্রছায়া প্রকাশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৩ আহ্বান করা হলে অনেক পাণ্ডলিপি জমা পড়ে। সেখান থেকে বাছাই করে বাংলা সাহিত্যের চার বিভাগে চারজনকে আমরা পুরস্কার দিতে চলেছি।’

আহমেদ রউফ আরও বলেন, ‘লেখকদের সম্মানিত করার মাধ্যমে অন্যান্য লেখক, বিশেষ করে নবীনদের আমরা উৎসাহিত করতে চাই। এতে নতুনরা লেখালেখির মান দিন দিন উন্নত করতে উদ্বুদ্ধ হবে বলে আমার বিশ্বাস। এই আয়োজনে অংশগ্রহণকারী ও আয়োজনের নেপথ্যের সবার প্রতি রৌদ্রছায়া প্রকাশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।’