নতুন বই
রাজু আলীমের কবিতার বই ‘আকাশ জলের প্রেমিক’
এবারের অমর একুশে গ্রন্থমেলায় কবি রাজু আলীমের নতুন কবিতার বই প্রকাশ পেয়েছে। বইটির নাম ‘আকাশ জলের প্রেমিক’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী প্রকাশনী। বইটির প্রকাশক কামরুল হাসান শায়ক। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
পোস্ট মডার্ন কবিতার আঙ্গিক, শিল্পরূপ ও চেতনার সার্থক প্রতিফলন ঘটেছে ‘আকাশ জলের প্রেমিক’ কাব্যগ্রন্থে। শতাধিক কবিতার বইটিতে শিল্পের জন্যে শিল্প, মানুষের জন্যে শিল্প, দ্বান্দ্বিকতা, বিরোধভাষ, উৎপ্রেক্ষা, অলংকার, উপমা ও পরাবাস্তবতার সমন্বয়ে নিঃসর্গ, নারী ও দেশপ্রেমের মূর্ত ও বিমূর্ত চিত্রকল্প প্রস্ফুটিভ হয়েছে সুচারুভাবে। বইটি পড়লে সমকালীন পাঠকের হৃদয় ও মননে ধরা দেবে অপ্রত্যাশিত কাব্যরসের অনিবার্য সুখের অনুভূতি।
এর আগে ‘সবার উপরে শরীর সত্য’, ‘দুরন্ত পাখির ঘ্রাণ’, ‘অফিস স্পাউস’, নির্বাচিত দুঃখ কষ্ট’ প্রভৃতি মৌলিক কাব্যগ্রন্থ লিখে উত্তর আধুনিক সময়ের মননশীল কবিতার পাঠকের মন ছুঁয়েছেন কবি রাজু আলীম।

ফিচার ডেস্ক