মুক্তি পেয়েছে সুজয় ঘোষের নতুন ছবি ‘অহল্যা’
‘কাহানি’ দিয়ে বলিউড জয় করেছেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ। এবার রামায়ণের কাহিনীকে ভিত্তি করে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করেছেন মেধাবী এই পরিচালক। ‘অহল্যা’ নামের এই ছবিটি অনলাইনে মুক্তি দেওয়ার খবরটি জানিয়েছে নিউজ টোয়েন্টিফোর। ছবিটির দৈর্ঘ্য ১৪ মিনিট।
হিন্দু পুরাণ-রামায়ণের গৌতম মুনি, অহল্যা ও ইন্দ্রর কাহিনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে ছবিটি। পুরাণে রয়েছে, ব্রহ্ম দেবতার সৃষ্টি অহল্যা। পুরাণে এটাও উল্লেখ আছে যে, অহল্যা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। অহল্যার স্বামী গৌতম তাঁকে অভিশাপ দিয়েছিলেন, যাতে তিনি কখনো মা হতে না পারেন। ইন্দ্রের সঙ্গে অহল্যার সম্পর্কের কারণে শাস্তি পেতে হয়েছিল অহল্যাকে। এই শাস্তি দিয়েছিলেন গৌতম। কিন্তু সুজয়ের আধুনিক নির্মাণে সম্পর্ক তৈরির কারণে অহল্যা নয়, শাস্তি পেতে হয় ইন্দ্রকে।
সুজয়ের ছবিতে অহল্যার চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। ছবিতে এক বয়স্ক শিল্পী গৌতম সাধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাধিকা। আর গৌতমের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি। এ ছাড়া পুলিশ অফিসার ইন্দ্রর ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী।
১৪ মিনিটের পুরো ছবিটি নিচে দেওয়া হলো :