আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ২৭ বছর পূর্তি
আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তিতে সেমিনার, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল (শুক্রবার) শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ‘আলোকশিখা জ্বলুক প্রাণে’ শিরোনামে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘চিরায়ত নাট্যরীতি ও সমকালীন প্রযোজনা নিরীক্ষা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে । এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবদুস সেলিম। এ সময় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের বর্তমান অধ্যক্ষ নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ইস্রাফিল শাহীন, বাচিকশিল্পী ও নাট্যনির্দেশক গোলাম সারোয়ার, ত্রপা মজুমদার, স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন, উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক সৈয়দ আপন আহসান প্রমুখ।
বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাব ঘুরে নন্দন মঞ্চে এসে শেষ হয়।
এরপর সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসব আনুষ্ঠানিকতা ও সাংস্কৃতিক পরিবেশনা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক সৈয়দ আপন আহসান।
প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আমাদের সময় এ রকম থিয়েটার স্কুল ছিল না তোমরা যারা এ প্রতিষ্ঠান পেয়েছ তারা সৌভাগ্যবান। কারণ, এ স্কুলের শিক্ষকদের কাছ থেকে তোমরা অনেক কিছু শিখছ এবং তারা তোমাদের অনেক যায়গা কাজ করার সুযোগ করে দিচ্ছে। মুল কথা হচ্ছে তোমাকে কিছু করতে হলে প্রচুর শ্রম ও সময় দিতে হবে। মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
থিয়েটার স্কুলের ৪র্থ ব্যাচের ছাত্র কাজল মজুমদার এনটিভি অনলাইনকে বলেন, 'আমি এখন মঞ্চদল ‘নাগরিক’ নাট্য সম্প্রদায়ের সাথে কাজ করছি। আমার অভিনয়ের হাতে খড়ি এ স্কুল থেকে। প্রায় ২২ বছর পর সবাই এক সাথে হতে পেরে ভালো লাগছে। আমি চাই আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল যুগ যুগ ধরে টিকে থাকুক এবং জন্ম দিক প্রতিভাবান অভিনেতা ও অভিনেত্রীদের।'
অনুষ্ঠানে থিয়েটার স্কুলের তত্ত্বাবধায়ক খুরশীদ আলমকে স্বীকৃতি-স্মারক, ২৭ বছর উপলক্ষে ২৭ হাজার টাকার চেক ও ফুলের তোরা হাতে তুলে দেন আসাদুজ্জামান নূর ও রামেন্দু মজুমদার।
১৯৯০ সালের ২৪ আগস্ট প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরীকে অধ্যক্ষ ও আবদুল্লাহ আল-মামুনকে উপাধ্যক্ষ করে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠানটি। ২০০৮ সালে আবদুল্লাহ আল-মামুনের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয় আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল।