আলতাফ মাহমুদ স্মৃতি পদক পাচ্ছেন হাসান আজিজুল হক

এ বছর শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন কর্তৃক ২০১৫ সালের শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক পাচ্ছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। ২০০৫ সাল থেকে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন গুণীজনদের পদক দিয়ে আসছে। এই ফাউন্ডেশন পারিবারিক এবং ক্রাক প্লাটুন গেরিলা মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত ও পরিচালিত।
সুরপাখি মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ ১৯৭১ সালের ৩০ আগস্ট নিখোঁজ হন। যুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে অপহৃত হন তিনি। পরে দেশ স্বাধীন হলেও তিনি আর ফিরে আসেননি। সেই অন্তর্ধান স্মরণে গত ১০ বছর ধরে এই শিল্পীর কীর্তিকে উদযাপন করে আসছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। প্রতিবছরের মতো এবারও তাই তাঁর নামাঙ্কিত পদক প্রদানের মধ্য দিয়েই উদযাপিত হবে দিনটি। আগামী ৩০শে অগাস্ট, রবিবার সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে উল্লিখিত দুই গুণীজনের হাতে পদক তুলে দেওয়া হবে।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকি।