চিত্রালী পাঠক চলচ্চিত্র সংসদের নতুন কমিটি গঠন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস) সভাপতি সুশীল সূত্রধরের সভাপতিত্বে চিপাচস কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত ২৮ সেপ্টেম্বর। সভায় সর্বসম্মতিক্রমে সুশীল সূত্রধরকে সভাপতি এবং আসিফ রহমান সৈকতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট চিপাচস কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ২০১৮-২০২০ গঠিত হয়।
সুশীল সূত্রধর বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের দীর্ঘদিনের একজন একনিষ্ঠ কর্মী এবং সংগঠক। পেশা জীবনে তিনি দীর্ঘদিন বিশ্বের প্রথম বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। তাই বর্তমানে তিনি আরো সক্রিয়ভাবে চলচ্চিত্র সংসদ আন্দোলনে নিজেকে নিয়োজিত করে নতুনদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন, নতুন সংগঠক তৈরিতে সময় দিচ্ছেন।
চিপাচসের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আসিফ রহমান সৈকত শিক্ষাজীবন থেকেই স্কুল, ঢাকা কলেজ, পরে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। ঢাকাতে চলচ্চিত্র সংসদ আন্দোলনের এক উদ্যমী কর্মী হিসেবে তিনি পরিচিত মুখ। তাঁর আশা দেশের প্রথম সারির চলচ্চিত্র সংসদ চিপাচসকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবেন।
চিপাচস বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ছবি প্রদর্শন ও মুক্ত আলোচনার যে আয়োজন সূচনা করে ২০০৮ সালে, ঢাকার আলমগীর কবির চলচ্চিত্র কেন্দ্রে; সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে নতুন ভেনু : বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গত ১২ মে ২০১৫ সালে বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েত পরিচালিত ১৭টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত মৃত্তিকা মায়া প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম চলমান।
চিপাচসের নতুন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পদ ও নামের তালিকা নিচে দেওয়া হলো :
১. সভাপতি : সুশীল সূত্রধর
২. সহ-সভাপতি-১ : জয়ন্ত রায়
৩. সহ-সভাপতি-২ : আব্দুল গফফার
৪. সাধারণ সম্পাদক : আসিফ রহমান সৈকত
৫. যুগ্ম সাধারণ সম্পাদক-১ : মো. হুমায়ুন রাশেদ তালুকদার
৬. যুগ্ম সাধারণ সম্পাদক-২ : আব্দুল কাইয়ুম রতন
৭. সাংগঠনিক সম্পাদক : মারুফ হাসান বাপ্পি
৮. অর্থ সম্পাদক : মুহাম্মদ সিরাজ উদ্দিন
৯. অফিস নির্বাহী : জাবিদ আল মুত্তাকী (অভি)
১০. প্রচার ও প্রকাশনা সম্পাদক : মোহাম্মাদ গোলাম কিবরিয়া
১১. সাংস্কৃতিক ও চলচ্চিত্র সম্পাদক : নিশাদ আকতার নিভা
১২. কার্যকরী পরিষদ সদস্য : মুনতাসিফ সুসমিত
১৩. কার্যকরী পরিষদ সদস্য : মো. মাহাবুব
১৪. কার্যকরী পরিষদ সদস্য : গোলাম মোস্তফা
১৫. কার্যকরী পরিষদ সদস্য : সজীব সিংহ রায়
১৬. কার্যকরী পরিষদ সদস্য : ফারাহ ফাতেহা তাযকিয়া
১৭. কার্যকরী পরিষদ সদস্য : নাফিস রহমান সুসান
১৮. কার্যকরী পরিষদ সদস্য : জিয়াউল ইসলাম
১৯. কার্যকরী পরিষদ সদস্য : নুৎফা বিনতে রব্বানী
২০. কার্যকরী পরিষদ সদস্য : গোলাম রাব্বি জনি
২১. কার্যকরী পরিষদ সদস্য : সৈয়দা হাফসা ফারিহা