আলিয়ঁসে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘শিল্পের শিকড়ে’
গত ২ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘শিল্পের শিকড়ে’ শিরোনামে শুরু হয়েছে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। জলরং, অ্যাক্রিলিক, পেনসিল, চারকোল, ছাপচিত্র, টেরাকোটাসহ বিভিন্ন মাধ্যমে করা ৩৮টি শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে।
পাঁচজন প্রতিভাবান শিল্পীর যৌথ প্রয়াস ‘শিল্পের শিকড়ে’ শীর্ষক এই যৌথ প্রদর্শনী। এই পাঁচজন শিল্পীই নিজস্ব শিল্পশৈলীতে ক্যানভাস আর পোড়া মাটির ফলকে ফুটিয়ে তুলেছেন হৃদয়নন্দিত সব শিল্পকর্ম। তাঁদের চোখে দেখা প্রকৃতি, নারী-পুরুষ ও মানবজীবনের নানা অনুষঙ্গকে তাঁরা নিজস্ব ধ্যান-ধারণায় সর্বসাধারণের কাছে দৃষ্টিনন্দন ও সৃজনশীলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন।
শিল্পী লায়লা শারমীন তাঁর ক্যানভাসে প্রকৃতির সৌন্দর্য আর সৌহার্দের মধ্যে আশ্রয় খুঁজেছেন। অস্থির পৃথিবীতে তিনি শান্তির খোঁজ করছেন। যান্ত্রিক পৃথিবীর বন্দিশালা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছেন দর্শককে। সময়, বিক্ষিপ্ততা, বিশ্বাসহীনতা ও নিঃসঙ্গতা তাঁর ছবির পশ্চাৎপট।
শিল্পী তপু মানব প্রকৃতি এবং সংস্কৃতিকেই যেন খোদাই করে রূপান্তর করেছেন টেরাকোটাতে। শিল্পী মিনি করিমও যেন প্রেরণা খুঁজেছেন প্রকৃতিতে। তাই সেথায় তাঁর দিবারাত্রির সন্তরণ, চিত্রকর্মেও তাঁর প্রতিফলন। অন্যদিকে মনুষ্যকুলের সব ভালোবাসার অপার দৃষ্টান্ত যেন ফুটে তুলেছেন শিল্পী শমীরণ তাঁর ক্যানভাসে।
শিল্পী জেবুন নাহার নাইমের চিত্রকর্মগুলোতে প্রাধান্য পেয়েছে নারী অবয়ব। তিনি মনে করেন, ‘নির্যাতিত’ এবং ‘অবলা’ বিশেষণ দুটি নারীর সঙ্গে যেতে পারে না। শিল্পীর মতে, নারী হচ্ছে শক্তির আধার। নারী শান্তির অন্বেষণে থাকুক, আলোকিত থাকুক এটাই শিল্পীর অঙ্গীকার।
প্রদর্শনী চলবে ১০ অক্টোবর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।