দুই বাংলার সাহিত্য সম্মেলন চান মমতা
কলকাতায় এসে সোমবার ‘জাগো বাংলা’ পত্রিকার পূজা সংখ্যা উদ্বোধন করলেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এদিন দক্ষিণ কলকাতার গোল পার্কের কাছে নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র পূজা সংখ্যার উদ্বোধন হয়। অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি সুবোধ সরকার, বিশিষ্ট সাহিত্যানুরাগী ত্রিদিব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিলনের হাত দিয়ে বই উদ্বোধনের কথা ঘোষণা করেন।
মমতা বলেন, ‘বাংলাদেশের একজন খ্যাতনামা লেখকের মাধ্যমে আমরা জাগো বাংলার পূজা সংখ্যা উদ্বোধন করতে পেরে গর্বিত।’ কবি সুবোধ সরকারের মাধ্যমে মিলন কলকাতায় এসে এই অনুষ্ঠানে যোগ দেওয়ায় মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন বলেও জানান। তিনি বলেন, জাগো বাংলা আজ শুধু একটা দলীয় মুখপত্র নয়। জাগো বাংলার কয়েক লাখ পাঠক রয়েছেন। এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই পত্রিকা। মমতা বাংলাদেশি এই লেখকের হাত দিয়ে জাগো বাংলার পূজা সংখ্যার বই প্রকাশ করার পর তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করেন। বাংলাদেশের নানা বিষয়ে খোঁজখবর নেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা দুই বাংলার কবি ও সাহিত্যিকদের নিয়ে সম্মেলন করতে চাই। পশ্চিমবঙ্গের তরফে কবি সুবোধ সরকার সব ব্যবস্থা করবেন। দুই বাংলার মধ্যে যাতে এই সম্মেলন করা যায়, তার ব্যবস্থা করুন আপনারা।’ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইমদাদুল হক মিলন তাঁর লেখা অখণ্ড নূরজাহান বইটি তুলে দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর লেখা বই এই বাংলাদেশের খ্যাতনামা সাহিত্যিকের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়। এ ছাড়া ছিলেন সংগীতশিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, জিত গাঙ্গুলী, ইন্দ্রনীল সেন প্রমুখ।