মেলার ২৬তম দিনে এসেছে ১৮৫টি বই
বারবার বৃষ্টির হানা সত্ত্বেও মানুষ আসছে একুশের গ্রন্থমেলায়। তাঁরা ঘুরে ঘুরে বই দেখছেন এবং কিনে নিচ্ছেন পছন্দের লেখকের বই। গতকাল মেলার ২৬তম দিন মঙ্গলবার মেলায় এসেছে মোট ১৮৫টি নতুন ও পুনর্মুদ্রিত বই। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : হায়াৎ মামুদ সম্পাদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্বাচিত কিশোর গল্প’, আফসান চৌধুরীর ‘মাঠের মানুষ’, তুষার আবদুল্লাহর ‘নক্ষত্র সংলাপ’, রোমেন রায়হানের ‘মৎস্য কন্যার মুক্তার গহনা’ প্রভৃতি। চলুন দেখে নিই ১৮৫টি বইয়ের তালিকা।