শামসুর রকিবের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
গল্পকার, নাট্যকার, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব দেওয়ান শামসুর রকিবের এবার বইমেলায় প্রকাশিত ‘নয় রকমের গল্প’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।
মিজানুর রহমান বেলাল সম্পাদিত ছোটকাগজ ‘দাগ’-এর আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রের চতুর্থ তলায় অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র-গবেষক ও রবীন্দ্র জার্নাল সম্পাদক মো. ইসরাফিল আলম এমপি।
সম্মানিত অতিথি ছিলেন শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি হাসান হাফিজ, কবি বিমল গুহ, ছড়াকার আসলাম সানী, কবি কাজী রোজী, নাট্যকার মাসুম রেজা। এ ছাড়া বইটির প্রকাশক অচিন্ত্য চয়ন, শিশুসাহিত্যিক পলাশ মাহবুব, কবি অঞ্জনা সাহা, কবি তুষার কবির, মামুন খান, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী শিমূল মুস্তাফা। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন হোসেন মাহমুদ আরিফ।
বইটিতে কয়েকটি রহস্য গল্প রয়েছে। রয়েছে নির্মেদ বর্ণনায় প্রেমের গল্প। নয়টি গল্প পাঠের পর যতটাই সহজ, অতি কাছের মনে হবে; ততটাই ভাবনায় ফেলে দেবে। ভাবনা তৈরি হবে, ‘আমিও তো এমন একটা ঘটনার মধ্যে আছি। আমিও তো এমন রহস্যের মধ্যে আছি।’ জীবনে তো প্রেম, সংঘাত, হনন, রহস্য থাকে। ‘নয় রকমের গল্প’ পরিচিত বর্ণনায় জীবনের গল্প।
দেওয়ান শামসুর রকিব বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনুষ্ঠানপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পূর্বে প্রকাশিত গ্রন্থগুলো হলো ‘এবং অরণ্য’ (অনন্যা, ২০০৮), ‘রহস্য এক রহস্য দুই’ (র্যামন পাবলিশার্স, ২০০৯), ‘ ডাবল রহস্য’ (র্যামন পাবলিশার্স, ২০১১), অন্বেষা (দেশ পাবলিকেশন্স, ২০১৭)।