অণু গল্প নিয়ে ঐহিকের যাত্রা
আগামী ৪ মে শনিবার বিকেল ৫টায় ঐহিক বাংলাদেশ-এর প্রারম্ভিক সংখ্যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। অণু ও মুহূর্তগল্পের এই সৃজনশীল সংখ্যার শিরোনাম ‘অণু থেকে উত্তরণে'। মোড়ক উন্মোচন, কথা গল্প পাঠ ও আন্তর্পাঠের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে দীপনপুরে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি জুয়েল মাজহার, আশরাফ আহমেদ, ঝর্ণা রহমান. ওবায়েদ আকাশ, কথাসাহিত্যিক নাসরীন জাহান, পারভেজ হোসেন, মুম রহমান, মোজাফফর হোসেন প্রমুখ গুণীজনেরা।