কবি সংসদের আয়োজনে কবি সম্মেলন
‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ’ স্লোগান ধারণ করে গড়ে ওঠা ‘কবি সংসদ বাংলাদেশ’ পদার্পণ করল প্রতিষ্ঠার ১৮ বছরে। এ উপলক্ষে আগামীকাল ৩০ অক্টোবর (শুক্রবার) ঢাকার কমলাপুরে পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজরিত বাড়িতে কবি সম্মেলন ও দিনব্যাপী আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠানটির উদ্বোধন করা হবে।
আর এই কবি সম্মেলনে সারা দেশ থেকে কবি, লেখক ও সংস্কৃতিকর্মী এসে উপস্থিত হবেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাঙালি জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশনের বার্তা পরিচালক কবি নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই, কবি আসলাম সানী এবং কবি জসীমউদ্দীনের ছেলে খুরশীদ আনোয়ার জসীম। অনুষ্ঠান শেষ হবে বিকেল ৫টায়। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কবি মাহবুবুল হক শাকিল। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কবি রাজু আলীম।
এদিকে, ১৮ বছর উদযাপনের জন্য কবি সংসদ বাংলাদেশ একটি উৎসব কমিটি গঠন করেছে। এতে ঢালী মোহাম্মদ দেলোয়ারকে আহ্বায়ক, তৌহিদুল ইসলাম কনককে সদস্য সচিব করা হয়েছে। অন্যান্য সদস্য হলেন শামীম রুমী টিটন, নাহিদ রুখসানা, হানিফ খান, আবু হানিফ হৃদয়, বাপ্পী সাহা, আজিজুল হাসান অমিয়, আফরোজা কণা, হোসেন এন্তাজী, মিয়া আসলাম, ফারুক প্রধান ও জহির উদ্দিন পিয়াল।
কবি সংসদ সারা দেশে ৫৪টি শাখায় কার্যক্রম পরিচালনা করছে। কবি সংসদ সম্প্রতি বর্তমান সভাপতি রাজু আলীমের নেতৃত্বে সারা দেশে বেশ কয়েকটি কবি সম্মেলন করে সফল হয়েছে এবং তৃণমূল পর্যায়ের কবিদের জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার ব্যাপারে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কবি সংসদ বাংলাদেশের প্রকাশনা থেকে বেরিয়েছে অনেকের বই। এ ছাড়া কবি সংসদ বাংলাদেশের কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিজনদের সম্মাননা জানিয়ে আসছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, হেলাল হাফিজ, বেলাল চৌধুরী, পশ্চিমবঙ্গের কবি সুবোধ সরকার, কবি রুবী রহমান, কবি কামাল চৌধুরী, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, নাসির আহমেদ, আসলাম সানী, সৈয়দ আল ফারুক, আমীরুল ইসলাম, তারিক সুজাত।
এনটিভি অনলাইনকে রাজু আলীম বলেন, ‘কবি সংসদ বাংলাদেশের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের তৃণমূল থেকে সব কবিকে একত্র করা এবং তাঁদের সম্মাননা জানানো। এ ছাড়া সাহিত্যের জন্য আমরা অনেক কাজ করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব।’