হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বইপড়া উৎসব
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মকে ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে ফরিদপুরে শুরু হলো তার বই নিয়ে বইপড়া উৎসব। আজ সকাল ১১টায় ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে চত্বরে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিনা বানু।
তালুকদার আনিসুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আলতাফ হোসেন খাঁন, উপাধ্যক্ষ রাখাল চক্রবর্তী প্রমুখ।
কলেজের শিক্ষার্থীরা এ কার্যক্রমের আওতায় দিনব্যাপী হুমায়ূন আহমেদের লেখা বইগুলো পড়ার সুযোগ পাবেন।
ফরিদপুরে গত ১৩ অক্টোবর থেকে মাসব্যাপী শুরু হওয়া নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালন করে চলছে হুমায়ূন আহমেদ জন্মোৎসব কমিটি। এই আয়োজন শেষ হবে আগামীকাল ১৩ নভেম্বর শুক্রবার তাঁর জন্মদিন পালন অনুষ্ঠানের মাধ্যমে।