ইগনাইট পাবলিকেশন্সের যাত্রা শুরু
শিশুকিশোরদের জন্য সুলভমূলে উন্নতমানের শিক্ষামূলক বই প্রকাশের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ইগনাইট পাবলিকেশন্স লিমিটেড। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে প্রকাশনা সংস্থাটির লোগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।
অ্যাসেন্ট গ্রুপের সহযোগী এ সংস্থার লোগো উন্মোচন করেন গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ। তিনি বলেন, ‘ইগনাইট পাবলিকেশন্সের যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে শিশুকিশোরদের জন্য উন্নতমানের বইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা তা পূরণের জন্য নানা ধরনের বই বের করব। তিনি বলেন, আমরা মনে করি আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া উচিত। তাই আমাদের বইগুলো হবে এমন যা শিশুরা পছন্দ করবে, পড়তে ভালোবাসবে।
এ সময় আরো বক্তব্য দেন ইগনাইটের মুখ্য পাঠ্যপুস্তক উন্নয়ন বিভাগের প্রধান সোফিয়া জালাল।
অনুষ্ঠানে জানানো হয়, এ নতুন প্রকাশনা সংস্থা নানা বয়সী শিশুকিশোরদের জন্য বিভিন্ন ধরনের বই প্রকাশ করবে। এখানে একেবারে ছোট শিশুদের জন্য যেমন থাকবে নানা রকমের রঙিন বই, তেমনি একটু বড় শিশুদের জন্য বইয়ে থাকবে মজার মজার সব খেলা।
প্রকাশনা সংস্থার কর্মকর্তারা আরো জানান, বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই বই প্রকাশ করা হবে। আবার বাংলাদেশ পরিচিতি যেমন থাকবে, তেমনি ইংরেজি, অঙ্ক ও বাংলা বিষয়ে পাঠ্যপুস্তক ও অনুশীলনীর বইও প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, স্কলাসটিকা টেক্সবুক ডেভেলপমেন্ট প্রজেক্ট ও প্রিন্টক্রাফট লিমিটেড নামের প্রকাশনা সংস্থার আওতায় গত ৩০ বছর ধরে ছেলেমেয়েদের জন্য ইংরেজি ও বাংলা ভাষায় নানা ধরনের পাঠ্যপুস্তক প্রকাশের অভিজ্ঞতা নিয়ে নতুন এই সংস্থার গোড়াপত্তন করা হয়।