মুহম্মদ ফজলুর রহমানের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক পাবনার মুহম্মদ ফজলুর রহমানের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনার বিশিষ্ট ব্যক্তিরা বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইগুলো হলো ‘আলো আমার আলো’, ‘ওয়ান ইলেভেন’ ও ‘ইছামতির বাঁকে’। মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পাবনা ডিবেট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কের সাহিত্য পরিষদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক হুসনে আরা হাসি। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ কামরুজ্জামান, শিবজিত নাগ, মনোয়ার হোসেন জাহেদী, লেখক অধ্যাপক আবুল কাশেম, প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, চ্যানেল আই ও যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, বাংলাদেশ টুডের প্রতিনিধি আবদুল হামিদ খান, অধ্যক্ষ এনামুল হক টগর, কবি আলমগীর কবির হৃদয়, মাকসুদা রাখি প্রমুখ।
এর আগে মোমবাতি প্রজ্বালন এবং শেখ তোজা ফাহমিদা চাঁদনীর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।