নতুন বই
বইমেলায় এসেছে নতুন চার বই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/18/photo-1455790705.jpg)
এবার অমর একুশে বইমেলায় অনুরূপ আইচ, জুবায়ের শাওন, রুমানা বৈশাখী, তানজিল রিমনের চারটি নতুন বই এসেছে। তরুণ এই চার লেখকের বই নিয়ে থাকছে আমাদের বিশেষ আয়োজন।
অনুরূপ আইচের উপন্যাস প্রেমহীনা
বইমেলায় প্রকাশিত হয়েছে অনুরূপ আইচের নতুন উপন্যাস ‘প্রেমহীনা’। বাংলাদেশের সংগীতজগৎ তথা আমাদের অডিও ব্যবসা ধ্বংসের আড়ালের মূল ভূমিকা কারা রেখেছিল কিংবা কোন ব্যান্ডশিল্পীর হাত ধরে এ দেশে ইয়াবা ব্যবসার বিস্তার ঘটেছে, তা জানা যাবে ‘প্রেমহীনা’ উপন্যাসটি পড়লে। এটি পাওয়া যাচ্ছে বইমেলার ১০৯ নম্বর স্টল প্রিয়মুখ প্রকাশনীতে।
জুবায়ের শাওন পাহাড়ে আতঙ্ক
বইটিতে 'আতঙ্ক' বিষয়টাকে উপজীব্য রাখা হয়েছে। তা তুলে ধরা হয়েছে শুধু ভৌতিকতার আঙিকেই নয়, বরং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাতে পাঠক কখনো খুঁজে পাবেন ভৌতিকতা, কখনো রোমাঞ্চ কিংবা সামাজিক অসংগতি। বইটি প্রকাশ করেছে শুভ্র প্রকাশ, বইমেলায় স্টল নং- ২৩৩-৩৪, প্রচ্ছদ-আহসান হাবীব, মূল্য-১৪০ টাকা।
রুমানা বৈশাখীর 'ছায়ারীরী'
রোজকার সাদামাটা জীবনের ফাঁকফোকরে লুকিয়ে থাকা ভয়াল এক কাহিনী নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হয়েছে রুমানা বৈশাখীর উপন্যাস ‘ছায়ারীরী’। যে কাহিনী দাঁড় করিয়ে দেবে আপনাকে এমন এক সত্যের সামনে, যা আমরা দেখেও দেখতে চাই না অনেকেই। কিন্তু তাতে মিলিয়ে যায় না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে প্রকৃতির সেই অস্বাভাবিক শক্তি। প্রবল, প্রচণ্ড আর ভয়াল সেই শক্তি, যা তছনছ করে দেয় তুচ্ছ মানব জীবন।
সত্যিই কি আছে এমন পৈশাচিক শক্তির অস্তিত্ব? সত্যিই কি আছে তারা, যাদের সহজ ভাষায় বলা হয় ‘প্রেত’? সত্যিই কি প্রকৃতি রূপ বদলে জন্ম দেয় এমন সব অমীমাংসিত রহস্যের, যার সমাধান নেই তাঁর নিজের কাছেও? প্রকৃতির ঠিক তেমন এক অমীমাংসিত রহস্য নিয়ে আমাদের এবারের কাহিনী।
বইটি প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ, প্রকাশক মজিবর রহমান খোকা। ১১২ পৃষ্ঠা, দাম ১৭৫ টাকা।
তানজিল রিমনের গল্পগ্রন্থ ‘মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তানজিল রিমনের গল্পগ্রন্থ ‘মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা’।
বইটিতে শিশু-কিশোরদের জন্য ভিন্ন ধরনের মোট ছয়টি ছোটগল্প রয়েছে। এসব হলো—পড়াগুলো হারিয়ে যায় বইয়ের পাতার ভাঁজে ভাঁজে, পিকলুর অ্যাকুরিয়াম, ভয়ংকর ভয়, ঝুমা কাজল ও মিনির গল্প, ভূত গবেষণা ইনস্টিটিউট এবং মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা।
বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন লেখক নিজেই। ‘মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা’ লেখকের প্রথম গল্পগ্রন্থ। বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা। পাওয়া যাচ্ছে মেলায় সাহস পাবলিকেশন্সের ৩৭৫ নম্বর স্টলে। ‘মোটকু মামার অভিযানে বিল্টুর বন্ধুরা’ বইটি ছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে লেখকের আরো তিনটি বই। এগুলো হলো শিশুতোষ রচনা ‘তোমার সঙ্গে আড়ি’, কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’ ও ছড়া-কবিতার ‘এক তালি ভাই বল্টু’। বইগুলো যথাক্রমে ২০১৫, ২০১৩ ও ২০১২ সালের বইমেলায় প্রকাশিত হয়।