লাখো শহীদের স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং লাখো শহীদের স্মরণে এ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টস-এর উদ্যোগে ‘The Sweet Taste of Liberty’ শিরোনামে শুরু হয়েছে এক চিত্রকর্ম প্রদর্শনী। গত ২৮ মার্চ বিকেল ৫টায় প্রদর্শনীটি উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর ।
কোন চিত্রকর্মে বিজয়ের উল্লাস, নদী-নৌকা-মাছ, দামাল ছেলের মুখাবয়ব, উজ্জ্বল রঙে ফুটে উঠেছে সুখী পরিবারের প্রতিচ্ছবি আবার কোনো চিত্রকর্মে গ্রামের শান্ত-কোমল বধূর রূপ ও নানা বৈচিত্র্যময় বিষয়।
এ্যাথেনা গ্যালারি জুড়ে প্রায় প্রতিটি চিত্রকর্মেই, মূর্ত-বিমূর্ত রেখার টানে ফুটে উঠেছে আবহমান বাংলার রূপ।
ঢাকা আর্ট সার্কেলের ১২ জন দেশবরেণ্য শিল্পী আবু তাহের, সমরজিৎ রায় চৌধুরী, মোহাম্মদ মোহসিন, সৈয়দ এনায়েত হোসেন, আনোয়ারুল হক, রেজাউল করিম, বীরেন সোম, ই এইচ এম মাতলুব আলী, স্বপন চৌধুরী, আব্দুস সাকুর শাহ্, চন্দ্র শেখর দে ও রাফি হকের মোট ৪৮টি চিত্রকর্ম আছে এই প্রদর্শনীতে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি রবিউল হোসাইন।
প্রদর্শনীটি আগামী ২০ এপ্রিল প্রতি মঙ্গল থেকে শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।