শিল্পী বিটপের জীবনের চাওয়া-পাওয়ার গল্প
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী বিটপ শোভন বাছাড়ের ‘জীবনে যা চাই; আর যা পাই’ শিরোনামে একক চিত্রকর্ম প্রদর্শনী।
দীর্ঘ সময় ধরে শিল্পী বিটপ এ সমাজের মানুষের মন ও মনন নিয়ে কাজ করে আসছেন। শিল্পী দেখেছেন যে মানুষ চায় এক আর পায় আরেক, যা তাকে অসুখী করে তোলে। ব্যক্তি মানুষের এই অপূর্ণতা একটি অসুখী সমাজের কারণ। এই কারণটিই শিল্পীর ছবির মূল ভাবনা।
বিটপ শোভন বাছাড় আরো দেখেছেন যে সামাজিক প্রথা, রীতি এবং আচার কখনো কখনো মানুষের মনে এক স্থবিরতার জন্ম দেয়। কখনো বা মানবমনে প্রথাবিরুদ্ধ ইচ্ছার উন্মেষ ঘটে বাস্তবিকই, যা অর্জন করা সম্ভব নয়। যদিও শাশ্বত মানবাত্মা তার গন্তব্যের সঙ্গে সমঝোতা করার জন্য তৈরি নয়। সামাজিকভাবে বহুল প্রতিষ্ঠিত সম্পর্কগুলো, যেমন—মা-শিশু, স্বামী-স্ত্রী, শিল্পী ভিন্ন আঙ্গিকে দেখাতে চেয়েছেন, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে একজন আরেকজনের বাধা হয়ে ওঠে, কখনো বা প্রতিপক্ষ হয়ে ওঠে। এ ছাড়া বিটপ তরুণীর সহজাত সৌন্দর্যকেও উপজীব্য করেছেন তাঁর চিত্রকলায়।
শিল্পী সমাজে ব্যক্তি মানুষের অনুভূতিকে উপস্থাপন করতে চেয়েছেন, যা তাঁর আবেগকে অনুপ্রাণিত করেছে। একটি বোধকে ধারণ করে তার নিদারুণ সৌন্দর্যকে বিষয় করে যে চিত্রগুলো উপস্থাপিত করা হয়েছে, তা দর্শককে শিল্পীর মূল গন্তব্যের সঙ্গে একত্র করবে বলে শিল্পীর বিশ্বাস।
এ প্রদর্শনীতে মোট ১৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। মাধ্যম হিসেবে শিল্পী তেলরং বেছে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তিনি বিএফএ ও এমএফএ সম্পন্ন করেন প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে।
গত ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন।
প্রদর্শনীটি চলবে ২ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।