প্রাচীন অঙ্কনপদ্ধতিতে ‘কালি ও রেখা’
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে শুরু হলো ‘কালি ও রেখা’ শিরোনামে শিল্পী জলিলুর রাব্বি তামিমের একক চিত্র প্রদর্শনী।
শনিবার বিকেল সাড়ে ৫টায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্বনামধন্য কার্টুনিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য্য এবং শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ।
একজন শিল্পী ও ফ্রান্সে অধ্যয়নরত চারুকলার ছাত্র হিসেবে তামিম অঙ্কনের প্রাচীন প্রক্রিয়া নতুনভাবে ব্যবহারের মাধ্যমে সচিত্র মডেলদের চিত্রকর্ম করেছেন। বিভিন্ন প্রকার কালি ও বাঁশের কলম ব্যবহার করা হয়েছে বিমূর্তধারার এই চিত্রকর্মগুলোতে। এই প্রদর্শনীর চিত্রকর্মগুলো ফ্রান্সের বিখ্যাত আঁত্লিয়ে ‘আকাদেমি দো লা ঘন্দ শোমিয়ের’-এ করা, যা প্রদর্শিত হচ্ছে গ্যালারি জুমে। এটি তামিমের চতুর্থ একক প্রদর্শনী। এ প্রদর্শনীতে প্রায় ৪০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
প্রদর্শনীটি চলবে ১৩ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।