রোজীর ‘পেইন্টেড লাভ’
জীবনের অনেকটা সময় কেটে গেল, অস্থির মন আমাকে সারাক্ষণ তাড়া করে-অস্থিরতা মূলত ছবি আঁকাকেই কেন্দ্র করে। মাঝখানে কিছুটা সময় পারিপার্শ্বিক কারণে ছবি আঁকায় ভাটা পড়েছিল, সেই সময়টা আমাকে বেশ কষ্ট দিয়েছে। ছবি আঁকা আমার কাছে শান্তির ও স্বস্তির, তাই ক্যানভাসে শান্তি খুঁজে ফিরি’- এভাবেই কথাগুলো বলছিলেন শিল্পী দিলরুবা লতিফ রোজী।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘পেইন্টেড লাভ’ শিরোনামে শিল্পী রোজীর সাম্প্রতিক সময়ে আঁকা ৩৫টি চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে তৃতীয় একক চিত্রপ্রদর্শনী। গত ৪ মে সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রদর্শিত চিত্রকর্মগুলোতে শিল্পী প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর নারী সত্তাকেই খুঁজে ফিরেছেন। নারীর আবেগ, সুখ-দুঃখ, সাফল্য, পরিশ্রম, ভালোবাসা, নারীর অনুভূতি সব কিছু ঘিরেই একজন নারীকেই ফুটিয়ে তোলার প্রয়াস পরিলক্ষিত হয় শিল্পীর ক্যানভাসে।
বিশিষ্ট শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ বলেন, ‘রোজীর ছবিতে পুরুষ নেই, আছে প্রকৃতি; মায়াবী নারীর অভিব্যক্তি অধীর আবেগে প্রমাণ আয়তন উজিয়ে প্রলম্বিত হয়ে আছে তার স্পেসে। নারীর অঙ্গ ও প্রকৃতির অঙ্গ বিমিশ্র করে সুন্দরের সুখ ও অসুখের রূপক রচনা করেছেন রোজী।’
দিলরুবা লতিফ রোজী ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে চিত্রকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে ঢাকায় তৎকালীন শেরাটন হোটেলের গ্যালারিতে তাঁর প্রথম একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। তাঁর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয় নরওয়ের অসলোতে। এ ছাড়া তিনি ২০১৪ সালে গ্যালারি চিত্রকে জাপান বাংলাদেশ চিত্রকলা যৌথ প্রদর্শনীর পাশাপাশি দেশে-বিদেশে অনেক যৌথ চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তিনি নানা মাধ্যমে ও প্রকরণে ছবি আঁকেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনে ঊর্ধ্বতন শিল্পনির্দেশক হিসেবে কর্মরত।
বরেণ্য শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্প-সমালোচক অধ্যাপক মঈনুদ্দীন খালেদ এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।
প্রদর্শনীটি চলবে আগামী ১২ মে পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।